
ফেনী প্রতিনিধি:
“সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর আয়োজনে ফেনী পৌরসভা কনফারেন্স রুমে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
১৫ এপ্রিল ২০২৫, মঙ্গলবার অনুষ্ঠিত এ সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাংবাদিকবৃন্দ।
সংলাপের সভাপতিত্ব করেন ফেনী জেলা স্থানীয় সরকার ও ফেনী পৌরসভার প্রশাসক গোলাম মোঃ বাতেন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাকির উদ্দিন, ফেনী জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার, যুগ্ম আহবায়ক গাজী হাবিব উল্লাহ মানিক, জেলা জামাত নেতৃবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, পৌরসভার সুধীজনসহ মান্যবর ব্যক্তিবর্গ।