
ফেনী প্রতিনিধি:
আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (আইএইচআরসি), ফেনী জেলার উদ্যোগে ‘চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ’ হাসপাতাল নির্মাণের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসকের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে নেতৃত্ব দেন আইএইচআরসি’র সেন্ট্রাল কমিটির সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ফেনী জেলা ইউনিটের সভাপতি অ্যাডভোকেট ফরিদ উদ্দিন খান নয়ন।
এ সময় আরও উপস্থিত ছিলেন- আইএইচআরসি ফেনী জেলার সমন্বয়ক অ্যাডভোকেট শাহজালাল ভূঁইয়া সবুজ, অ্যাডভোকেট লায়লা আর্জুমান আরা, অ্যাডভোকেট ইউসুফ টিপু, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন জুয়েল, অ্যাডভোকেট এএসএম ফকরুদ্দিন ভূঁইয়া, রফিক আলী, মোশারফ হোসেন, অ্যাডভোকেট রাশেদ, অ্যাডভোকেট আরিফুল ইসলাম ও অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ শাকিল প্রমুখ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ফেনী জেলায় একটি আন্তর্জাতিক মানের ‘চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ’ হাসপাতাল নির্মাণের মাধ্যমে সাধারণ জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ ধরনের একটি প্রতিষ্ঠান হলে শুধু ফেনী নয়, আশপাশের জেলাগুলোর মানুষও উপকৃত হবে।