
ফেনী প্রতিনিধি:
১৫ মার্চ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ফেনী জেলা সিভিল সার্জন ডা. মো. রুবায়েদ বিন করিম সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
ফেনী জেলার ৬-১১ মাস বয়সী শিশুর লক্ষ্যমাত্রা ৩১,৬৭৫ জন এবং ১২-৫৯ মাস বয়সী শিশুর লক্ষ্যমাত্রা ২,২০,৮৯৪ জন। ১৫ মার্চ ২০২৫ খ্রিষ্টাব্দ, রোজ শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি নীল ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী শিশুদের একটি লাল ক্যাপসুল খাওয়ানো হবে। ফেনী জেলা স্থায়ী সাতটি কেন্দ্র, অস্থায়ী ১,১২৩টি কেন্দ্র ও ভ্রাম্যমাণ সাতটি কেন্দ্র- মোট ১,১৩৭টি কেন্দ্র থেকে স্বাস্থ্য বিভাগ এবং অন্যান্য সহযোগী সংস্থার সহযোগিতায় বাসস্ট্যান্ড ও রেলস্টেশনসহ অন্যান্য স্থানে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।
সিভিল সার্জন আরও জানান, ফেনী জেলার বিভিন্ন উপজেলায় স্থায়ী এবং অস্থায়ী কেন্দ্রের মাধ্যমে এই ক্যাম্পেইন পরিচালিত হবে। তিনি বলেন, ছাগলনাইয়া স্থায়ী কেন্দ্র ১টি, অস্থায়ী কেন্দ্র ১৪৪টি, দাগনভূইয়া স্থায়ী কেন্দ্র ১টি, অস্থায়ী কেন্দ্র ১৯২টি, ফেনী পৌরসভা স্থায়ী কেন্দ্র ১টি, অস্থায়ী কেন্দ্র ৪৩টি, ফেনী সদর স্থায়ী কেন্দ্র ১টি, অস্থায়ী কেন্দ্র ২৮৮টি, ফুলগাজী স্থায়ী কেন্দ্র ১টি, অস্থায়ী কেন্দ্র ১৪৪টি, পরশুরাম স্থায়ী কেন্দ্র ১টি, অস্থায়ী কেন্দ্র ৯৬টি এবং সোনাগাজী স্থায়ী কেন্দ্র ১টি, অস্থায়ী কেন্দ্র ২১৬টি থাকবে।
সিভিল সার্জন আরও জানান, ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুদের জন্য সম্পূর্ণ নিরাপদ এবং জনস্বাস্থ্যের উন্নয়নের লক্ষ্য নিয়ে এটি প্রদান করা হচ্ছে। তিনি বলেন, ক্যাম্পেইন চলাকালে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ার পর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেবে না এবং এটি শিশুদের দৃষ্টিশক্তি রক্ষা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হবে।