
ফেনীর বড় বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ ও দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
রবিবার বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পূদম পুষ্প চাকমার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় এই অভিযানে আবদুল হক স্টোরের মালিক মো. রাকিব ও রহিম স্টোরের মালিক আবদুর রহিমকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় দুই প্রতিষ্ঠান থেকে ৫০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ও সিনিয়র কেমিস্ট তানবীর হোসেন, পরিদর্শক শাওন শওকত, নমুনা সংগ্রহকারী জাহাঙ্গীর হোসাইন এবং জেলা পুলিশের একটি টিম সহযোগিতা করে। সহকারী পরিচালক তানবীর হোসেন জানান, মাসব্যাপী পলিথিন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।