
ফেনীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উপলক্ষে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে), ফেনী জেলা কমিটির পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। বুধবার (২৬ মার্চ) সকাল ৯টায় সংগঠনের নেতৃবৃন্দ মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।
এসময় উপস্থিত ছিলেন ডিভিসি সাংবাদিক আবু তাহের ভূঁইয়া, বিএমইউজে ফেনীর সাধারণ সম্পাদক এসএম মাসুম বিল্লাহ ভূঁইয়া, সিনিয়র সহ-সভাপতি এম এ দেওয়ানী, সহ-সভাপতি ইয়াসিন আরাফাত মজুমদার, ফারুক সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক ভূঁইয়া, আতিকুর রহমান রোজেন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আফতাব মোমিন, সহ-কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন, নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা ইসহাক চৌধুরী, জাফর ঈমাম রতনসহ আরও অনেকে।
পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিএমইউজে নেতৃবৃন্দ স্বাধীনতার চেতনায় দেশ গঠনে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।