
স্মরণকালের ভয়াবহ বন্যায় ফেনী জেলার ব্যবসা খাত আর্থিক বিপর্যয়ের মুখে পড়েছে। জেলার শহর ও ছয় উপজেলায় ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শিল্পকারখানা পর্যন্ত ক্ষতির পরিমাণ প্রায় ৫৫০ কোটি টাকা ছাড়িয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে জেলা সদরে, বিশেষ করে বড় বাজারে, যেখানে ৩০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। তুলনামূলকভাবে কম ক্ষতি হয়েছে দাগনভূঞা উপজেলায়।
বন্যায় ফেনীর শিল্প-কারখানাগুলোতেও প্রায় ২০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে স্টারলাইন গ্রুপের, যাদের ক্ষতির পরিমাণ ১১৪ কোটি টাকা ছাড়িয়েছে। পাঁচ উপজেলার ব্যবসায়ীদের ক্ষতি ৫০ কোটি টাকা ছাড়িয়ে গেছে, এবং মুদ্রণ ও কাগজ ব্যবসায়ীরা প্রায় ৪ কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন।
ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক মুশফিকুর রহমান পিপুল বলেন, "এই বন্যার প্রভাব দীর্ঘমেয়াদি হবে। ব্যবসায়ীরা একদিকে বন্যায় ক্ষতিগ্রস্ত, অন্যদিকে ঋণের চাপে পড়েছেন। সরকারের পক্ষ থেকে দ্রুত সহায়তা না পেলে অনেক ব্যবসায়ী ঘুরে দাঁড়াতে পারবেন না।"
ব্যবসায়ী নেতারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনরুদ্ধারের জন্য সরকারি প্রণোদনা, ঋণ পুনঃতফসিল এবং অন্যান্য আর্থিক সহায়তার দাবি জানিয়েছেন।