Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / ফেনীতে সাংবাদিকের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ফেনীতে সাংবাদিকের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

April 24, 2025 05:26:54 PM   জেলা প্রতিনিধি
ফেনীতে সাংবাদিকের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

ফেনীতে মাদককারবারিকে নিয়ে অনুসন্ধানী সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন জেলার কর্মরত সাংবাদিকরা। একইসঙ্গে মামলার বাদী আমজাদহাট ইউনিয়ন পরিষদের সদস্য ও বিএনপি কর্মী রহিম উল্ল্যাহর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে আইনশৃঙ্খলা বাহিনীকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বেলা সোয়া ১১টার দিকে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধন থেকে এ আহ্বান জানানো হয়। ফেনীতে কর্মরত সাংবাদিক ও ফেনী রিপোর্টার্স ইউনিটির ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আবু তাহের। তিনি বলেন, “অপরাধ স্বীকার করার পরও মিথ্যা মামলা দিয়ে সাংবাদিককে হয়রানি করা হচ্ছে। আমরা দ্রুত এ মামলা প্রত্যাহার এবং দায়ী ব্যক্তিকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”

ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, “ফেনীতে এর আগেও সাংবাদিকদের উপর হামলা-মামলা হয়েছে। এবারও একটি রাজনৈতিক দলের পরিচয় ব্যবহার করে মাদক কারবারি সাংবাদিকের বিরুদ্ধে মামলা করেছে। এই মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং ৪৮ ঘণ্টার মধ্যে আত্মস্বীকৃত মাদক কারবারিকে গ্রেপ্তার করতে হবে, অন্যথায় আরও কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে।”

ফেনী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক দিদারুল আলমের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন দৈনিক সংগ্রামের প্রতিনিধি একেএম আব্দুর রহিম, চ্যানেল ২৪ এর দিলদার হোসেন স্বপন, আরটিভির আজাদ মালদার, সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি সিদ্দিক আল মামুন, দৈনিক নতুন পয়গামের সম্পাদক এনামুল হক পাটোয়ারী, ফেনী সমাচারের সম্পাদক মুহিব্বুল্লাহ ফরহাদ, বৈষম্যবিরোধী আন্দোলনের প্রতিনিধি আবদুল কাইয়ুম সোহাগ, বাংলাদেশ বেতারের আবদুল্লাহ আল মামুন, আমার দেশের এসএম ইউসুফ আলী, দৈনিক সুপ্রভাত পত্রিকার সম্পাদক ফিরোজ আলম, দেশ রূপান্তরের শফি উল্লাহ রিপন, যুগান্তরের যতন মজুমদার, যমুনা টেলিভিশনের আরিফুর রহমান, সময় টিভির আতিয়ার সজল, ইন্ডিপেনডেন্ট টিভির সমির উদ্দিন, সাইবার ইউজার দলের শরিফুল ইসলাম রাসেল, উদয় পত্রিকার সাঈদ খান, নিউজ ২৪-এর সৈয়দ ইয়াসিন সুমন, ইয়ুথ জার্নালিস্ট ফোরামের শাহজালাল ভূঁইয়া ও সোলায়মান হাজারী ডালিম, মানবজমিনের নাজমুল হক শামীম, ফটোজার্নালিস্টের সভাপতি ইয়াছিন আরাফাত রুবেল, পরশুরাম প্রেসক্লাবের সভাপতি এম এ হাসান ও সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন, যায়যায় দিনের সাহাব উদ্দিন, দৈনিক ফেনীর মো. মোর্শেদ ও নজরুল ইসলাম চৌধুরী প্রমুখ।

এর আগে বুধবার (২৩ এপ্রিল) ইউপি সদস্য রহিম উল্ল্যাহ বাদী হয়ে ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি ও দৈনিক ফেনীর নিজস্ব প্রতিবেদক তারেক চৌধুরীকে এক নম্বর আসামি করে আদালতে মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে জেলা গোয়েন্দা পুলিশকে (ডিবি) তদন্তের নির্দেশ দেন। মামলায় আরও কয়েকজনকে আসামি করা হয়েছে, যাদের অধিকাংশের নাম ও পদবি ভুলভাবে উল্লেখ করা হয়েছে। উদাহরণস্বরূপ, দৈনিক ফেনী পত্রিকার সম্পাদকের নাম আরিফুল আমিন রিজভী হলেও এজাহারে লেখা হয়েছে আরিফুর রহমান। তেমনই রিপোর্টার হিসেবে মামুনুর রহমান, জামশেদ আলম অনিক, ও ওমর ফারুকের নামও ভুয়া পদবি দিয়ে উল্লেখ করা হয়েছে।

মামলার এজাহারে রহিম উল্ল্যাহ নিজেকে জাতীয়তাবাদী দলের কর্মী ও বর্তমান সরকারের আমলের ইউপি সদস্য হিসেবে উল্লেখ করে দাবি করেছেন, সংবাদটি সামাজিকভাবে তাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে প্রকাশ করা হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার (২২ এপ্রিল) ‘সীমান্তে চোরাচালানের সাম্রাজ্যে ইউপি সদস্য, বললেন পেশাই এটি’ শিরোনামে ঢাকা পোস্ট ও দৈনিক ফেনী মাদক কারবার, চোরাচালান ও মানবপাচার চক্র নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে। তাতে ফুলগাজী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও বিএনপি কর্মী রহিম উল্ল্যাহর নামসহ কয়েকজন মাদককারবারির নাম উঠে আসে।