Date: May 07, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / ফেনীতে ৯ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ফেনীতে ৯ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

May 06, 2025 05:13:06 PM   জেলা প্রতিনিধি
ফেনীতে ৯ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ফেনীতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৯ কেজি গাঁজা, একটি সিএনজি ও তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছে।

গত ৪ মে রাতে ফেনী সদর থানার পাঁচগাছিয়া ইউনিয়নের তেমুহানি এলাকায় চেকপোস্ট বসিয়ে সিএনজি থামানোর সংকেত দিলে চালক পালানোর চেষ্টা করে। পরে ডিবি পুলিশ ধাওয়া করে গাড়িসহ চালক ও দুই যাত্রীকে আটক করে।

গ্রেপ্তারকৃতরা হলেন ফেনীর ছনুয়া ইউনিয়নের মো. সাইফুল ইসলাম (৩৬), ভোলার চরফ্যাশনের আবু ছায়েদ (৩০) ও লক্ষ্মীপুরের রামগতীর মো. আকবর ওরফে হৃদয় (২০)।

তাদের কাছ থেকে বাজারের ব্যাগ ও বস্তায় মোড়ানো মোট ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১,৩৫,০০০ টাকা। সিএনজি রেজি: ফেনী-থ-১১-৭০৭৩ জব্দ করা হয়েছে।

আটকদের বিরুদ্ধে ফেনী মডেল থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে এবং ডিবি পুলিশের অভিযান চলমান রয়েছে।