
ফেনী সদর উপজেলার উত্তর বিরিঞ্চি ৫নং ওয়ার্ডে ২৭০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে র্যাব-৭। আটককৃত যুবক ওই এলাকার লাতু মিয়ার ছেলে আলী আকবর ওরফে মুন্না (৩০)।
সোমবার (২২ এপ্রিল) দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭ এর একটি দল অভিযানে গেলে আলী আকবর র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। তবে তাৎক্ষণিকভাবে র্যাব সদস্যরা তাকে আটক করতে সক্ষম হয়।
পরে তার বসতঘরের শোকেস তল্লাশি করে নীল রঙের পলিথিনে মোড়ানো অবস্থায় ২৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত আলী আকবরকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে।
র্যাব জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮০ হাজার টাকা। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।