
ফেনী প্রতিনিধি:
ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সিরহাটের নোয়াপুর রাস্তার মাথায় রবিবার গভীর রাতে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের সময় ১২টি পিকআপ ও ২টি মাটি কাটার এস্কেভেটর আটক করা হয়েছে। অভিযানে সেনাবাহিনী, পুলিশ ও আনসার বাহিনীর সহায়তায় নেতৃত্ব দেন ফুলগাজী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানিয়া ভূঁইয়া।
গোপন সংবাদের ভিত্তিতে ইউএনও তানিয়া ভূঁইয়া জানতে পারেন যে, নোয়াপুর এলাকায় গভীর রাতে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটা হচ্ছে। তাৎক্ষণিকভাবে শৃঙ্খলা বাহিনী নিয়ে তিনি অভিযান পরিচালনা করেন। অভিযানে ১২টি মাটি পরিবহনকারী পিকআপ ও ২টি এস্কেভেটর জব্দ করা হয়। পরে আটককৃত যানবাহন ও মালামাল ফুলগাজী থানায় হস্তান্তর করা হয়।
সাম্প্রতিক সময়ে ফেনী জেলায় একশ্রেণির অসাধু ব্যক্তি রাতের আঁধারে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে নিয়ে যাচ্ছে, যা কৃষি জমির জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। তবে প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকলে ফসলি জমি রক্ষা পাবে বলে মনে করছেন সচেতন মহল।