Date: May 06, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / ফুলছড়িতে হেযবুত তওহীদের জনসচেতনতামূলক গণসংযোগ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ফুলছড়িতে হেযবুত তওহীদের জনসচেতনতামূলক গণসংযোগ

October 14, 2023 09:31:32 PM   জেলা প্রতিনিধি
ফুলছড়িতে হেযবুত তওহীদের জনসচেতনতামূলক গণসংযোগ

গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলায় হেযবুত তওহীদের উদ্যোগে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় উপজেলার কালির বাজারে “বাংলাদেশসহ সমগ্র মানবজাতির যাবতীয় সংকট থেকে পরিত্রাণের জন্য তওহীদের উপর ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নাই” শীর্ষক প্রচারপত্র নিয়ে এবং মাইকিং করে ফুলছড়ি উপজেলা চত্বর থেকে বের হয়ে পুরো বাজার ঘুরে জনসচেতনতামূলক প্রচারণা চালান হেযবুত তওহীদের কর্মীরা। এসময় উপস্থিত ছিলেন- হেযবুত তওহীদের গাইবান্ধা জেলা সভাপতি জাহিদ হাসান মুকুল, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন শিরল, প্রচার সম্পাদক মো. তাজুল ইসলাম, ফুলছড়ি উপজেলা সভাপতি মো. মাহাবুর রহমান, সাধারণ সম্পাদক রবিউল ইসলামসহ সদস্য সদস্যাবৃন্দ।