
ফল খেতে চান না এমন লোকের সংখ্যা বিরল। সুস্বাস্থ্যের জন্য ফল অনেক জরুরি এবং ফল একটি মুখরোচক ও সুস্বাদু খাবার হওয়ায় সকলেই ফল পছন্দ করে থাকেন। তবে বর্তমানে ফলের দাম অধিক বৃদ্ধি পাওয়ায় তা নিম্ন বা মধ্যম আয়ের মানুষের ক্রয় ¶মতার বাইরে। দেশীয় কিছু প্রজাতির ফল ছাড়া বেশিরভাগ ফলের দাম মানুষের নাগালের বাইরে। ডলারের দাম বৃদ্ধি ও পরিবহন ভাড়া বাড়ার কারণে আমদানি করা ফলের দাম বাড়ছে দিন দিন। দেশে ডলার সংকট দেখা দেওয়ায় গত বছরের মে মাসের শেষ সপ্তাহে ফল আমদানিতে নিরুৎসাহিত করতে নিয়ন্ত্রণমূলক শুল্ক আরোপ করেছিল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। পরে ফল আমদানিতে ঋণ-সুবিধাও বন্ধ করে দেয় বাংলাদেশ ব্যাংক।
এরপর থেকে আমদানিকারকদের নগদ টাকায় ফল আমদানি করতে হচ্ছে। একই ফল ঢাকার স্থানভেদে একেক দামে বিক্রি হচ্ছে। রাজধানীর কারওয়ান বাজার, ধানমন্ডি, মিরপুর, বাড্ডা, গুলশান, কুড়িল, খিলগাঁও, মালিবাগ, রামপুরা, যাত্রাবাড়ি ও ডেমরা এলাকা ঘুরে দেখা গেছে, আমদানি করা আপেল খুচরা প্রতি কেজি বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩০০ টাকায়। আনারের দাম ৩০০ টাকা থেকে ৬৬০ টাকা। আঙ্গুর কেজি বিক্রি হচ্ছে সবুজ আঙ্গুর ৪৫০ থেকে ৫০০ টাকায়। কমলা কেজি বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২৫০ টাকায়। মাল্টা বিক্রি হচ্ছে ২০০ থেকে ২৫০ টাকায়। নাশপাতি কেজি বিক্রি হচ্ছে ৩০০ টাকা থেকে ৩৫০ টাকায়। ড্রাগন ফল বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৪৫০ টাকায়। ভালো মানের খেজুর বিক্রি হচ্ছে ৫০০ টাকা থেকে ১২০০ টাকায়। চট্টগ্রাম কাস্টমসের তথ্য অনুযায়ী, গত বছরের ১ জুলাই থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত বিদেশি ফলের মধ্যে আপেল, কমলা, ম্যান্ডারিন (ছোট কমলা), আঙ্গুর ও নাশপাতি আমদানি হয়েছে ৯৩ হাজার ৩৬১ টন।
এর আগের বছরের একই সময়ে এই পাঁচ ধরনের ফলের আমদানি হয়েছিল ১ লাখ ৩৯ হাজার ৩০৬ টন। অর্থাৎ আমদানি নিরুৎসাহিত করার উদ্যোগের ফলে আমদানি কমেছিল ৪৫ হাজার ৯৬৫ টন বা ৩৩ শতাংশ। উল্লিখিত পাঁচ ধরনের ফলের মধ্যে সবচেয়ে বেশি আমদানি কমেছে আপেল, কমলা ও আঙ্গুরের। দাম বাড়ার কারণে এমন অবস্থা হয়েছে, যার কারণে মানুষ দাম শুনে ফল না কিনেই চলে যাচ্ছেন। আবার বিশেষ প্রয়োজনে যারা কেনেন, তারাও অল্প পরিমাণে কিনছেন। সুতরাং ফলের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যে যাতে শুল্ক কমিয়ে আনা যায় সে বিষয়ে সরকারকে উদ্যোগ নিতে হবে। সেই সাথে দেশে ফলের আমদানি বাড়াতে হবে। তাহলে দেশের স্বল্প আয়ের মানুষ সাধ্যের মধ্যে ফল কিনতে পাড়বে। দেশের মানুষের সুস্বাস্থ্যও ঠিক থাকবে।