Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / ফিলিস্তিনে গণহত্যা ও ভারতের নাগপুরে মুসলিম নিপীড়নের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্...

ফিলিস্তিনে গণহত্যা ও ভারতের নাগপুরে মুসলিম নিপীড়নের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ

March 21, 2025 04:53:51 PM   উপজেলা প্রতিনিধি
ফিলিস্তিনে গণহত্যা ও ভারতের নাগপুরে মুসলিম নিপীড়নের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ

ফিলিস্তিনে গণহত্যা ও ভারতের নাগপুরে মুসলিম নিপীড়নের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ গাইবান্ধা জেলা শাখা। শুক্রবার জুমার নামাজের পর সংগঠনের নেতাকর্মীরা গাইবান্ধা বড় মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাচারী বাজার এলাকায় এক সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা মুসলিম নির্যাতনের তীব্র নিন্দা জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকার আহ্বান জানান। বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা সভাপতি প্রভাষক আব্দুল মাজেদ, সাধারণ সম্পাদক মুফতি আল আমিন বিন হোসাইন, ইসলামী ছাত্র আন্দোলন জেলা সভাপতি শাহাজ উদ্দিন রিয়াদ, সাধারণ সম্পাদক আলী আজম মাহমুদ, দাওয়াহ সম্পাদক নাহিদুল ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক আবু সাঈদ, জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ।

নেতারা ফিলিস্তিনে ইসরায়েলি বর্বর হামলার বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়ের কঠোর পদক্ষেপ এবং ভারতের নাগপুরে মুসলিম নিপীড়ন বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।