Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / শিক্ষাঙ্গন / ফুসফুসজনিত রোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ফুসফুসজনিত রোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু

April 15, 2025 11:37:41 AM   অনলাইন ডেস্ক
ফুসফুসজনিত রোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু

ফুসফুসজনিত রোগে আক্রান্ত হয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আইন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তিন্নী আক্তার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ভাই।

জানা যায়, তিন্নী আক্তার দীর্ঘদিন ধরে ফুসফুসজনিত জটিলতায় ভুগছিলেন এবং রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ ছাড়া তাঁর শরীরে ব্লাড ইনফেকশনও দেখা দেয়, যা পরিস্থিতি আরও জটিল করে তোলে। শেষ পর্যন্ত চিকিৎসকদের সকল প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে সোমবার সন্ধ্যায় তিনি না ফেরার দেশে পাড়ি জমান। তাঁর বাড়ি নরসিংদী জেলার শিবপুর উপজেলায়। জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টায় জানাজা অনুষ্ঠিত হবে।

তিন্নী আক্তারের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। আইন বিভাগের ছাত্র উপদেষ্টা প্রভাষক সোহরাব হোসেন বলেন, “তিন্নী আক্তারের মৃত্যুর খবরে আমরা গভীরভাবে মর্মাহত। পুরো বিভাগ আজ শোকাহত। তাঁর পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইল। আমরা দোয়া করি, আল্লাহ যেন তাঁদের এই শোক সইবার শক্তি দেন।”