
বাউফল প্রতিনিধি, বরগুনা:
পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে নওমালা ইউনিয়নে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টার দিকে উপজেলার নওমালা ইউনিয়নের নওমালা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দশম জাতীয় সংসদ চিফ হইপ আ.স.ম ফিরোজ এমপি। সভাপতিত্বে করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নওমালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ কামাল হোসেন বিশ্বাস।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোশারফ হোসেন খান, নওমালা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও সাবেক ইউং কমান্ডার মশিউর রহমান লাবলু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম নিশু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম ফারুকসহ ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।