Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / বাউফলে জাতির জনকের স্মৃতিফলক ভাংচুর, উত্তপ্ত পৌর এলাকা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বাউফলে জাতির জনকের স্মৃতিফলক ভাংচুর, উত্তপ্ত পৌর এলাকা

February 27, 2023 02:44:29 AM   স্পোর্টস ডেস্ক
বাউফলে জাতির জনকের স্মৃতিফলক ভাংচুর, উত্তপ্ত পৌর এলাকা

বাউফল প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিফলক ভেঙে ফেলেছে দূর্বৃত্তরা। রবিবার গভীর রাতে পৌরসভার মুজিব চত্ত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর স্মৃতিফলক কে বা কারা ভেঙে ফেলে। পরে দিনের বেলা বিষয়টি প্রকাশ্যে আসে।

এর প্রতিবাদে রবিবার তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পৌর ও উপজেলা আওয়ামী লীগ।

জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাউফল পৌরসভার মেয়র জিয়াউল হক জুয়েল বলেন, ২০১৯ সালে পৌরসভার ৪ নং ওয়ার্ডে মুজিব চত্ত্বরের উদ্বোধন করেছিলাম। গতকাল গভীর রাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিফলক ভেঙে ফেলেছে দূর্বৃত্তরা। এ কাজ করে বঙ্গবন্ধুকে মুছে ফেলা যাবে না।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আল-মামুন বলেন, দ্রুত দোষীদের তদন্ত পূর্বক আইনের আওতায় আনা হবে।