Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / বাউফলে তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষে মাঠ দিবস - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বাউফলে তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষে মাঠ দিবস

March 22, 2023 06:54:19 PM   স্পোর্টস ডেস্ক
বাউফলে তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষে মাঠ দিবস

বাউফল প্রতিনিধি, পটুয়াখালী:
পটুয়াখালীর বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ মার্চ) সকাল ১১টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাউফল কর্তৃক আয়োজিত চন্দ্রপাড়া গ্রামে তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোহাম্মদ নজরুল ইসলাম, উপপরিচালক, খামারবাড়ি, পটুয়াখালী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিটরিং অফিসার, তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্প,বরিশাল অঞ্চল কৃষিবিদ রথীন্দ্রনাথ বিশ্বাস।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার মো. শওকত হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ কামরুল হাসান।

উল্লেখ্য বাউফলে ১৮৫ হেক্টর জমিতে সুর্যমুখী ও ১৪৬ হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে, যা গত বছরের তুলনায় বেশী। এটি সরকারের তেল উৎপাদন বৃদ্ধিকরণ পরিকল্পনা বাস্তবায়নে সহায়ক হবে, ভেজাল মুক্ত তেল পাবে, তেল আমদানি হ্রাসে ডলার সাশ্রয় হবে বলে জানান উপজেলা কৃষি অফিসার মোঃ শওকত হোসেন ।

এদিকে কালাইয়া ইউনিয়নের শৌলা নুরজাহান গার্ডেনে মোঃ শাহবাজ খান, এআইপি এর সভাপতিত্বে বিকাল তিন টায় দিকে
কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের মাঠদিবস পালিত হয়েছে। অনুষ্ঠান শেষে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে আলু বিতরণ করা হয়। এ সময় এআইপিপ্রাপ্ত মোঃ শাহবাজ খান তার নিজের গার্ডেনে উৎপাদিত বিভিন্ন দেশি-বিদেশি ফল ও সবজি ডিসপ্লে করা হয়।