Date: May 18, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / বাউফলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বাউফলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

September 01, 2023 06:56:20 PM   উপজেলা প্রতিনিধি
বাউফলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বাউফল প্রতিনিধি:
সারাদেশের ন্যায় পটুয়াখালীর বাউফল উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল সমাবেশ করা হয়েছে।

শুক্রবার (১ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে বিএনপির সাবেক এমপি গ্রুপ সাবেক এমপি সহিদুল আলম তালুকদার ও পৌর বিএনপি'র সভাপতি হুমায়ুন কবিরের নেতৃত্বে হাসপাতাল রোডস্থ ইঞ্জিনিয়ার এ.কে.এম ফারুক আহম্মেদ তালুকদারের বাস ভবনের সামনে থেকে বাদ্যযন্ত্র বাজিয়ে ও রংবেরঙের প্লেকার্ড হাতে নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় তার (ফারুক আহম্মেদ) বাসভবনের চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে  এক আলোচনা সভার মধ্যদিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

অপর দিকে বিএনপির মুনির গ্রুপ সকাল ১০ টার দিকে বাউফল হাইস্কুল সংলগ্ন মুক্তিযোদ্ধা অডিটোরিয়াম থেকে কেন্দ্রীয় বিএনপি'র সহ দপ্তর সম্পাদক মু. মুনির হোসেন ও উপজেলা বিএনপি'র সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজের নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলটি শহরের  বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অডিটোরিয়ামে এক সভার আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

এসময় উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।