
বাউফল প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে কালিশুরী ইউনিয়নের হাওলাদার ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ও কালিশুরী বাজারের ব্যবসায়ী সমিতি দখিণের সভাপতি এইচএম আবু বকর এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ, মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১ ঘটিকার সময় সুষ্ঠু বিচারের দাবিতে স্থানীয় জনগণ ও ব্যবসায়ীদের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে কালিশুরীর সর্বস্তরের জনগণ ও ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।
বিক্ষোভ মিছিলটি কালিশুরী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করার পরে কালিশুরী এসএ ইনস্টিটিউটের সামনের সড়কে মানববন্ধন করেন স্থানীয় জনগণ ও ব্যবসায়ীরা।
মানববন্ধনে আবু বকর সিদ্দিক এর পিতা আব্দুল কাদের ৭০ বলেন, আমার ছেলের উপরে যে হামলা করেছে সে আমার ছেলের মামা মোখলেছুর রহমান। মোখলেছুর রহমান একজন চাঁদাবাজ ও সন্ত্রাসী। তার নামে থানায় এখনো কয়েকটি মামলা বিদ্যমান আছে। মোখলেসুর রহমানের সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য ভয়ে কেউ মসজিদে নামাজ পড়তে পারে না এবং তার কারণে একটি মাদ্রাসা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। মোখলেসুর রহমান আমার ছেলের উপরে যে সন্ত্রাসী হামলা করেছে এর জন্য আমি তার সর্বোচ্চ বিচারের দাবি করছি এবং ন্যায় ও সুষ্ঠু বিচারের দাবিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
উল্লেখ্য গত ১২ এপ্রিল বুধবার ফজর নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে বাড়ি যাওয়ার পথে আবু বকর সিদ্দিকীর উপর সন্ত্রাসী হামলা চালানো হয়। এ সময় রক্তাক্ত জখম অবস্থায় স্থানীয় লোকজন তাকে হাসপাতালে ভর্তি করেন। আবু বকর সিদ্দিক বর্তমানে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা রত অবস্থায় আছেন।