Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / বাউফলে সার্ভেয়ারে বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে পিতার সংবাদ সম্মেলন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্র...

বাউফলে সার্ভেয়ারে বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে পিতার সংবাদ সম্মেলন

May 17, 2023 07:50:56 PM   উপজেলা প্রতিনিধি
বাউফলে সার্ভেয়ারে বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে পিতার সংবাদ সম্মেলন

জাবের হোসেন:
পটুয়াখালীর বাউফলে সার্ভেয়ার হাসানুজ্জামানের বিরুদ্ধে প্রকাশিত সংবাদকে মিথ্যা দাবি করে এর প্রতিবাদ জানিয়েছেন তার পিতা মো. সুলতান হাওলাদার। মঙ্গলবার বিকালে গোলাবাড়িস্থ প্রেসক্লাব, বাউফলে সংবাদ সম্মেলন করে তিনি প্রতিবাদ জানান।

এরআগে গত সোমবার (১৫ মে ২০২৩) স্থানীয় একটি অনলাইন পোর্টালে “অঢেল অর্থ সম্পদের মালিক সার্ভেয়ার হাসানুজ্জামানের চাকরি যেন সোনার হরিণ” শিরোনামে এ সংবাদ প্রকাশিত হয়।

লিখিত বক্তব্যে মো. সুলতান হাওলাদার বলেন, আমার ছেলে মো. হাসানুজ্জামান সার্ভেয়ার পদে চাকরি রত। ২০১১ সালে তিনি সাতক্ষীরা জেলায় চাকরিতে যোগদান করেন। অথচ খবর বাউফলে মনগড়াভাবে লিখেছেন চাকরিতে যোগদান করেন ২০১৬ সালে। যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

তিনি দাবি করেন, নামে বেনামে অঢেল সম্পত্তির মালিক কথাটি সত্য নয়, আমার ছেলে আমার সহযোগিতা পেয়ে যৎসামান্য সম্পদের মালিক। ঢাকা কেরানীগঞ্জে তাহার কোন জমি নেই। তিনি শাশুড়ীর নামে ৩০ লাখ টাকার সম্পদ করেছেন সেটাও সম্পূর্ণ মিথ্যা। সংবাদে আইএফআইসি ব্যাংকের যে হিসাব নং-১২০০৬০২৮৩ দেওয়া হয়েছে সেটাও ভুয়া। আর মদনপুরা যে বিলাসবহুল বাড়ির কথা বলা হয়েছে সে বাড়ি আমি তৈরি করেছি। সেখানে আমার ছেলের কোন টাকা নেই। আমার ছেলে হাসানুজ্জামান ঘুষ দুর্নীতিতে যুক্ত নয়।

জমি নিয়ে বিরোধের জেরে একদল কুচক্রী মহল হাসানুজ্জামানের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ও তার পরিবারকে সামাজিকভাবে হেয় প্রতিপন্নসহ চারিত্রিকভাবে কলংকিত করার জন্য সংবাদটি করা হয়েছে উল্লেখ করে তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।