
বাউফল প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের আনারশিয়া গ্রামের নিবাসী আবুল বশার হাওলাদারের একমাত্র পুত্র মো. রাশেদুল ইসলাম হাওলাদার (২২) মোটরসাইকেল সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা গেছে, শিক্ষার্থী রাশেদুল ইসলাম পটুয়াখালী সরকারি কলেজের দর্শন বিভাগের প্রথম বর্ষের ছাত্র। রোববার সকাল ৯:৪৫ মিনিটের দিকে কাছিপাড়ার আনারশিয়া নিজ বাড়ি থেকে মোটরসাইকেল চালাক সুজন হাওলাদার এর গাড়ীতে কলেজের উদ্দেশ্য প্রতিবেশী বন্ধু মাজহারুল তালুকদারকে সাথে নিয়ে রওনা হয়।বগা ইয়াকুব শরীফ ডিগ্রি কলেজ সংলগ্ন মোড়ে মোটরসাইকেল স্টানে গিয়ে উক্ত মোটরসাইকেলটি পরিবর্তন করে অন্য আরেকটা ভাড়ায় চালিত মোটরসাইকেল নিয়ে যায়। আদাবাড়িয়া ইউনিয়নের মিলঘর নামক স্থানে পর্যন্ত গেলে মোটরসাইকেল চালাক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল চালক রাস্তায় পরে যায় এবং রাশেদুল সহ বন্ধু মাজহারুলও পরে গেলে বিপরীত দিক থেকে আসা আরেকটা মোটরসাইকেল এসে শিক্ষার্থী রাশেদুল এর মাথার উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থল থেকে আশেপাশের লোকজন জড়ো হয় এবং রাশেদুলকে গুরুতর জখম অবস্থায় দ্রুত পটুয়াখালী সদর সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দ্বায়িত্বরত চিকিৎসক বরিশাল নিয়ে যেতে বলে। ওখান থেকে এম্বুলেন্স যোগে বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে ওখানের এমারজেন্সিতে থাকা দ্বায়িত্বরত চিকিৎসক রাসেদুলকে আশংকাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। আজ সোমবার সকাল ১০.৩৫ মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে দ্বায়িত্বে থাকা কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিক্ষার্থী রাশেদুল ইসলাম এর মৃত্যুতে কাছিপাড়া ইউনিয়নের আনারশিয়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।