Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / বিএনপি মনে করেন পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ক্ষমতায় যেতে পারবে না : চরমোনাই পীর - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যে...

বিএনপি মনে করেন পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ক্ষমতায় যেতে পারবে না : চরমোনাই পীর

January 07, 2025 07:46:24 PM   উপজেলা প্রতিনিধি
বিএনপি মনে করেন পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ক্ষমতায় যেতে পারবে না : চরমোনাই পীর

বরিশাল সদর প্রতিনিধি:
ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ৫৩ বছর স্বাধীনতার ইতিহাসে একটি স্বার্থান্বেষী মহল বার বার আমাদের সিঁড়ি হিসেবে ব্যবহার করে ক্ষমতায় গিয়েছে। ইসলামী দলগুলোকে পরগাছা হিসেবে ব্যবহার করে তারা ক্ষমতার মসনদে বসেছে। এবার পরিবর্তনের সময় এসেছে। নতুন বাংলাদেশ বিনির্মাণে ইসলামী দলগুলোকে এক হয়ে কাজ করতে হবে।

সোমবার (৬ জানুয়ারি) বিকেলে কুমিল্লা নগরীর জামিয়া কারিমিয়া কমপ্লেক্সে ইসলামী ছাত্র আন্দোলনের নগর সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, আমরাসহ অন্যান্য রাজনৈতিক দলগুলো আগামী নির্বাচনে পিআর পদ্ধতির নির্বাচন চাই। বিএনপি পিআর পদ্ধতির নির্বাচন চায় না। দলটি মনে করেন এ পদ্ধতিতে নির্বাচন হলে তারা ক্ষমতায় যেতে পারবে না। তাদের এ ধারণা ভুল। আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচন হলে সব দলের জন্য ভালো।

এসময় ইসলামী ছাত্র আন্দোলনের সহকারী সেক্রেটারি জেনারেল ইমরান হোসাইন নূর, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সেলিম মাহমুদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।