Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / বিএমসিএমএ’র দ্বি-বার্ষিক কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের প্যানেল পরিচিতি সভা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প...

বিএমসিএমএ’র দ্বি-বার্ষিক কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের প্যানেল পরিচিতি সভা

February 14, 2024 08:11:47 PM   নিজস্ব প্রতিবেদক
বিএমসিএমএ’র দ্বি-বার্ষিক কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের প্যানেল পরিচিতি সভা

এসএম জাহিদুল, স্টাফ রিপোর্টার:
মশার কয়েল ব্যবসায়ীদের সংগঠন ‘বাংলাদেশ মসকিউটো কয়েল ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন-বিএমসিএমএ এর দ্বি-বার্ষিক কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৪-২০২৬-এ 'প্যানেল ওয়ান' এর পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে গ্রান্ড তাজ পার্টি সেন্টারে এই প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

নির্বাচনে ১৯টি পদের বিপরীতে দুটি প্যানেলে মোট ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। সংগঠনের মোট ভোটার সংখ্যা ১৩০ জন। আগামী ১৭ই ফেব্রুয়ারি রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ।

আসন্ন নির্বাচনে 'প্যানেল ওয়ান' এ পরিচালক পদে নির্বাচন করছেন, মেসার্স সেলিম এন্টারপ্রাইজের মোঃ আমান উল্লাহ মুন্সি, মেসার্স শাহ্ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের মোঃ জাহাঙ্গীর আলম, এস নাহার কনজ্যুমার প্রোডাক্টসের মোঃ নাজমুল হাসান, মেসার্স মারুফ এন্টারপ্রাইজের মোঃ লাভলু শেখ, মাসুদ কনজ্যুমার প্রোডাক্টসের মোঃ লাভলু মৃধা, আরাফাত ক্যামিকেল ওয়ার্কসের মোঃ ফজলুর রহমান, পারফেক্ট ক্যামিকেল কোম্পানীর মোঃ ওমর ফারুক সরকার, রিয়াদ এন্টারপ্রাইজে মোঃ মঞ্জুরুল ইসলাম, সজিব কনজ্যুমার প্রোডাক্টসের মোঃ মহিউদ্দিন, বশির ক্যামিকেল ওয়ার্কসের মোঃ মুরাদ আহমেদ, মেসার্স বাংলা ফুড কেমিক্যাল ইন্ডাষ্ট্রিজের মোঃ সেলিম হোসেন মোল্লা, মেসার্স সুনন ইন্টারন্যাশনালের মোঃ  নজরুল ইসলাম, মেসার্স নুরজাহান এন্টারপ্রাইজের মোঃ আনোয়ার হোসেন, ডি.কে মার্কেটিং এন্ড ট্রেডিং কোং এর মোঃ আলমগীর (আলম), প্রাইম ম্যানুফ্যাকচারিং এন্ড ইন্ডাঃ লিঃ এর উত্তম কুমার পাল, মেসার্স গোলাপ এন্টারপ্রাইজের মোঃ গোলাপ খান, মেসার্স ইসলাম এগ্রো ইন্ডাস্ট্রিজের মোঃ পারভেজ হোসেন, এ টি এন কেমিক্যাল ইন্ডাঃ লিঃ এর আ.স.ম মহসিন ও মেসার্স আলম ট্রেডিং এর মোঃ তোফাজ্জল আলম (উজ্জল) প্রার্থী হিসেবে অংশ গ্রহণ করছেন।

নানান ধরনের সাজসজ্জায় সজ্জিত করে প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছে ভোট চাইছে এই 'প্যানেল ওয়ান'। আনন্দ উল্লাসের মধ্য দিয়ে এই পরিচিতি সভার আয়োজন করেন তারা। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের মধ্য দিয়ে এ পরিচিতি সভা শেষ করেন 'প্যানেল ওয়ান'।