Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / বাকৃবি-তে এক প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে দুই প্রেমিকের মারামারি - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বাকৃবি-তে এক প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে দুই প্রেমিকের মারামারি

June 03, 2023 02:32:27 PM   দেশজুড়ে ডেস্ক
বাকৃবি-তে এক প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে দুই প্রেমিকের মারামারি

ময়মনসিংহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) এক প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে দুই প্রেমিকের মধ্যে মারামারি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (০২ জুন) বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড় রেলক্রসিং সংলগ্ন তৃপ্তি হোটেলের পাশে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, মাহমুদ হোসেন প্রিন্স নামের এক যুবককে তার প্রেমিকা মাহমুদা আকতার দেখা করতে কৃষি বিশ্ববিদ্যালয়ে আসতে বলেন। তাকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেখতে পেয়ে মাহমুদার আরেক প্রেমিক তার বন্ধুদের নিয়ে প্রিন্সকে মারধর ও হামলা করে। পরিস্থিতি বেগতিক দেখে প্রেমিকা মাহমুদা আর দেখা করতে আসেনি।

ময়মনসিংহ কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসি শাহ কামাল আখন্দ বলেন, এক প্রেমিকার দুই প্রেমিকের মধ্যে মারামারি ও সংর্ঘষ হয়। পড়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। অনেক চেষ্টা করেও প্রেমিকার দেখা পাওয়া যায়নি। তিনি আর আসেননি। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।