
নেত্রকোনা সংবাদদাতা:
নেত্রকোনার সর্বস্তরের সচেতন নাগরিকরা বৃক্ষপ্রেমিক আব্দুল হামিদের বিরুদ্ধে আনীত অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবিতে এক মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।
আজ দুপুরে নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সামনে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা গাজী মোহাম্মদ আবদুর রহিম রুহী, কেন্দ্রীয় নাগরিক কমিটির সদস্য ফাহিম রহমান পাঠান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা বীন ইয়ামিন, নেত্রকোনা সরকারি কলেজের মেধাবী শিক্ষার্থী আরিফা আক্তারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বক্তারা অভিযোগের সত্যতা নিরূপণে যথাযথ তদন্তের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন এবং আব্দুল হামিদের দীর্ঘদিনের পরিবেশ রক্ষা ও বৃক্ষপ্রেমের ভূমিকার কথা উল্লেখ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, আব্দুল হামিদ একজন প্রকৃতিপ্রেমী মানুষ, যিনি দীর্ঘদিন ধরে পরিবেশ সংরক্ষণে কাজ করে আসছেন। তার বিরুদ্ধে আনীত অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত কি না, তা খতিয়ে দেখা উচিত। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানান।
বক্তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, নিরপেক্ষ তদন্ত নিশ্চিত না হলে এটি একজন প্রকৃতিপ্রেমীর প্রতি অবিচার হবে। তারা সকলকে এ বিষয়ে সোচ্চার থাকার আহ্বান জানান।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়, যেখানে আব্দুল হামিদের সমর্থকরা দ্রুততম সময়ের মধ্যে সঠিক তদন্তের দাবি জানান। আন্দোলনকারীরা বলেন, পরিবেশবান্ধব ব্যক্তি হিসেবে আব্দুল হামিদের অবদান অস্বীকার করা যায় না। তারা চান, প্রকৃত ঘটনা উদঘাটন করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করা হোক।