Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / বগুড়ায় আমন সংগ্রহে ধান, আতপ ও সিদ্ধ চালের লক্ষ্যমাত্রা তিন উপজেলায় ব্যাহত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের...

বগুড়ায় আমন সংগ্রহে ধান, আতপ ও সিদ্ধ চালের লক্ষ্যমাত্রা তিন উপজেলায় ব্যাহত

February 17, 2025 06:02:39 PM   জেলা প্রতিনিধি
বগুড়ায় আমন সংগ্রহে ধান, আতপ ও সিদ্ধ চালের লক্ষ্যমাত্রা তিন উপজেলায় ব্যাহত

বগুড়া সংবাদদাতা:
বগুড়া জেলার অভ্যন্তরীণ আমন সংগ্রহে ধান, আতপ চাল ও সিদ্ধ চালের লক্ষ্যমাত্রা তিন উপজেলায় ব্যাহত হচ্ছে। জেলা খাদ্য নিয়ন্ত্রকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের আমন সংগ্রহ কার্যক্রমে এ পর্যন্ত ৭০% অর্জিত হয়েছে।

তবে কিছু উপজেলায় লক্ষ্যমাত্রা অর্জন উল্লেখযোগ্যভাবে কম। বিশেষ করে ধুনটে মাত্র ১৫%, শেরপুরে ৩৮% এবং শাজাহানপুরে ৪২% সংগ্রহ হয়েছে। অন্য উপজেলাগুলোতে সংগ্রহের হার ৭০ থেকে ১০০% পর্যন্ত রয়েছে।

জেলার অন্যতম প্রধান ধান ও চাল সরবরাহকারী এলাকা শেরপুরে লক্ষ্যমাত্রা অর্জনে মিলারদের অনীহা লক্ষ্য করা যাচ্ছে।

বগুড়া সদর উপজেলা খাদ্য কর্মকর্তা মো. ইউসুফ জানান, লক্ষ্যমাত্রা পূরণে প্রশাসন কাজ করছে। জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. রিয়াজুর রহমান রাজু জানান, মিলারদের অনীহা থাকলেও আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে শতভাগ লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। যদি নির্ধারিত সময়ের মধ্যে তা অর্জিত না হয়, তবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।