Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / বগুড়ায় লুট হওয়া দুটি অস্ত্র উদ্ধার! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বগুড়ায় লুট হওয়া দুটি অস্ত্র উদ্ধার!

January 26, 2025 08:20:39 PM   অনলাইন ডেস্ক
বগুড়ায় লুট হওয়া দুটি অস্ত্র উদ্ধার!

বগুড়া সদর থানা থেকে গত ৫ আগস্ট লুট হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে দুটি অস্ত্র ডোবা থেকে উদ্ধার করা হয়েছে। রবিবার (২৬ জানুয়ারি) বিকেলে বগুড়া সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের ঘোলাগাড়ী পূর্বপাড়া গ্রামের জনৈক বাবলু মিয়ার ডোবা থেকে অস্ত্র দুটি উদ্ধার করা হয়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, "ডোবা থেকে জমিতে সেচের জন্য পানি নিতে গেলে একজন কৃষক কাদা মাটির মধ্যে অস্ত্র দুটির সন্ধান পান। পরে থানায় খবর দিলে পুলিশ অস্ত্র দুটি হেফাজতে নেয়।"

উদ্ধার হওয়া অস্ত্র দুটি হলো একটি এলএমজি ও একটি চাইনিজ রাইফেল। সদর থানার ওসি আরও জানান, গত ৫ আগস্ট বগুড়া সদর থানা হামলার শিকার হয় এবং থানায় অগ্নিসংযোগ করা হয়। এ সময় থানার অস্ত্রাগার থেকে ৩৯টি আগ্নেয়াস্ত্র লুট করা হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে জনপ্রতিনিধিদের সহযোগিতায় ২৪টি অস্ত্র উদ্ধার করা হয়। বাকি ১৫টি অস্ত্রের মধ্যে দুটি অস্ত্র ডোবা থেকে উদ্ধার করা হলো।