Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজন নিহত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজন নিহত

December 28, 2024 08:02:41 PM   জেলা প্রতিনিধি
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজন নিহত

বগুড়ার কাহালুতে ট্রাক চাপায় অটোভ্যানের তিনজন যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বাবা-মেয়েসহ ভ্যানচালকও রয়েছেন। শনিবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কের দরগাহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কাহালুর নারহট্ট ইউনিয়নের বাসিন্দা ফারুক আকন্দ (৩৩), তার মেয়ে হুমায়রা আক্তার (৮) এবং ভ্যানচালক শাহীনুর রহমান (৫০)।

ফারুক আকন্দের পরিবারের সদস্যরা জানান, মেয়ে হুমায়রাকে একটি মাদ্রাসায় ভর্তি করার জন্য ফারুক অটোভ্যানে করে কাহালুর মুরইল থেকে দরগাহাট যাচ্ছিলেন। পথে বেতার স্টেশনের সামনে পেছন থেকে একটি অজ্ঞাত ট্রাক ভ্যানটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ভ্যানচালকসহ তিনজনই গুরুতর আহত হন।

আহত অবস্থায় তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনজনই মারা যান।

কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান বলেন, নিহতদের মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ট্রাকটি শনাক্ত করতে পুলিশ কাজ করছে।