Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / বগুড়ার কাহালুর লোহরপাড়ায় আ.লীগ-বিএনপি সংঘর্ষে অর্ধশতাধিক আহত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বগুড়ার কাহালুর লোহরপাড়ায় আ.লীগ-বিএনপি সংঘর্ষে অর্ধশতাধিক আহত

November 05, 2024 11:17:34 AM   অনলাইন ডেস্ক
বগুড়ার কাহালুর লোহরপাড়ায় আ.লীগ-বিএনপি সংঘর্ষে অর্ধশতাধিক আহত

বগুড়ার কাহলু উপজেলার নারহট্ট ইউনিয়নের লোহরপাড়ায় আ'লীগ-বিএনপির সংঘর্ষে অর্ধশতাধিক নারী ও পুরুষ আহত হয়েছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের অভিযোগ করেছে স্থানীয়রা। ৫ আগস্ট সরকার পতনের পর এক আ.লীগ নেতা হত্যার ঘটনাকে কেন্দ্র করে শুরু হওয়া সংঘর্ষে উভয়পক্ষের জীবন ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

আ'লীগ নেতা আব্দুল বাছেদকে জবাই করে হত্যা এবং তার বাড়িতে আগুন ধরানোর ঘটনা ঘটে, যার ফলে প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছেন তার পুত্র রুস্তম আলী। তিনি জানিয়েছেন, তারা এখনও চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

অপরদিকে, এলাকার সাধারণ মানুষের অভিযোগ, আ'লীগের ক্ষমতা ব্যবহার করে আব্দুল বাছেদ ও তার পুত্র রুস্তম আলী এলাকাবাসীর উপর অমানবিক নির্যাতন, দখল ও চাঁদাবাজি করেছে। তাদের ভয়ে ভুক্তভোগীরা থানায় মামলা করতে পারছেন না। ভুক্তভোগীরা ইউপি চেয়ারম্যান আব্দুর রহিমের মদদে এসব ঘটনার প্রতিকার চান।

সর্বশেষ ৩ নভেম্বর ২০২৪ তারিখে ভাড়াটিয়া সন্ত্রাসীসহ রুস্তম বাহিনীর হাতে অর্ধশতাধিক নারী ও পুরুষ আহত হয়েছে। এর মধ্যে ২০ জন গুরুতর অসুস্থ অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি ও চিকিৎসা নিচ্ছেন।

এ ঘটনায় বাদল ও রুস্তম আলীসহ ৮/৯ জনের নাম উল্লেখ করে কাহালু থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ৫ নভেম্বর মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান শাহীন।