
রায়হানুল ইসলাম, বগুড়া:
বগুড়ার কাহালু উপজেলার পাইকড়, মুরইল, কালাই, মালঞ্চা, জামগ্রাম ইউনিয়ন পরিষদে সরকার প্রদত্ত মাসিক সুবিধা ভোগীদের মাঝে ভিডব্লিউবি'র চাল বিতরণের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে উল্লেখিত ইউনিয়ন পরিষদ চত্বরে ভিডব্লিউবির চাল বিতরণের করা হয়। কাহালুর ৩নং পাইকড় ইউনিয়ন পরিষদে এ চাল বিতরণ উদ্বোধন করেন চেয়ারম্যান মোঃ মিটু চৌধুরী। এসময় সচিব তাজুল ইসলাম, উপজেলা সমাজসেবা ও ট্যাগ অফিসার মোঃ আবিদুর রহমান সহ বিভিন্ন ওয়ার্ডের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে ২নং কালাই ইউনিয়নে উদ্বোধন করেন চেয়ারম্যান জোবায়দুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সচিব গোলাম রব্বানী। অপরদিকে মুরইল ইউনিয়নে উদ্বোধন করেন চেয়ারম্যান আব্দুল জলিল, মালঞ্চা ইউনিয়নে উদ্বোধন করেন চেয়ারম্যান নেছার উদ্দিন।