
গাবতলী (বগুড়া) সংবাদদাতা:
বগুড়ার গাবতলীতে জিপিএ-৫ পাওয়া জান্নাতি আকতার ছেলেতে রুপান্তর হয়েছে। গাবতলীর পৌরসভাধীন ৬নং ওয়ার্ডের গোরদহ গ্রামের কৃষক জহুরুল ইসলামের একমাত্র মেধাবী কন্যা জান্নাতি আকতার এবার গাবতলী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়ে জিপিএ-৫ লাভ করেছে। মাত্র ৪ নাম্বারে র জন্য সে গোল্ডেন পায় নি বলে জানা গেছে। এদিকে ছেলেতে রুপান্তরের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য কর পরিবেশের সৃষ্টি হয়েছে। জান্নাতির বর্তমান নাম রাখা হয়েছে জান্নাতুল ফেরদৌস। তার একমাত্র ছোটভাই গাবতলী পাইলট হাইস্কুলে ৭ম শ্রেণিতে পড়ালেখা করে। মা একজন গৃহিনী, নাম শিল্পী বেগম। জান্নাতির আশা, সে উচ্চ শিক্ষা লাভ করে দেশ ও দেশের মানুষের সেবা করবে।