
আব্দুল আকিম:
বগুড়া জেলা পুলিশের অভিযানে বগুড়া'র প্রধান ডাকঘরে চাঞ্চল্যকর ডাকাতি ও প্রশান্ত কুমার আচার্য্য নামে এক অফিস সহায়ক খুনের ঘটনায় সরাসরি জড়িত একমাত্র আসামী গ্রেফতার ও ঘটনার মূল রহস্য উদঘাটন করেছে পুলিশ।
এর আগে গত ২৪ এপ্রিল রাত অনুমান ০৩.০০ ঘটিকার সময় বগুড়া সদর থানাধীন সাতমাথা এলাকায় অবস্থিত প্রধান ডাকঘরের ভল্ট কেটে ডাকাতি ও ডাকঘরে পাহাড়ারত অফিস সহায়ক শ্রী প্রশান্ত কুমার আচার্য্য (৪৩) কে হত্যা করা হয়।
এ বিষয়ে বগুড়া জেলার সদর থানায় মামলা দায়ের হলে সদর থানা পুলিশের তদন্তের পাশাপাশি পুলিশ সুপার বগুড়া মৌখিক নির্দেশে বগুড়া ডিবির একটি টিম তাৎক্ষণিক ছায়া তদন্তে নামে। তারই ধারাবাহিকতায় বগুড়া জেলার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, পিপিএম সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) স্নিগ্ধ আক্তার পিপিএম ও অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ শরাফত ইসলাম এর তত্ত্বাবধানে ডিবি বগুড়া'র ইনচার্জ মোঃ সাইহান ওলিউল্লাহ এর নেতৃত্বে টিম ডিবি বগুড়া ও সদর থানার একটি যৌথ টিম নিখুঁত গোয়েন্দা তথ্য এবং ডিজিটাল ফুট প্রিন্টের ভিত্তিতে ০৩/০৪/২০২৩ খ্রি. তারিখ বিভিন্ন সময়ে নওগাঁ জেলার সদর ও সাপাহার থানার ভারতীয় সীমান্তবর্তী এলাকাসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বগুড়া'র প্রধান ডাকঘরে চাঞ্চল্যকর ডাকাতি ও ডাকঘরে পাহারারত অফিস সহায়ক শ্রী প্রশান্ত কুমার আচার্য্যকে খুনের ঘটনার সহিত সরাসরি জড়িত একমাত্র আসামীকে গ্রেফতার পূর্বক ঘটনার মূল রহস্য উদ্ঘাটন করা হয়।
গ্রেফতারকৃত আসামীর নাম মোঃ শফিকুল ইসলাম (৪০), তিনি নওগার সাপাহার থানার পশ্চিম কমরডাংগা গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে।