
রায়হানুল ইসলাম, বগুড়া:
৪ শতাধিক বন্যার্ত পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ করেছেন সাহাদারা মান্নান এমপি। বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ৬ নং সদর ইউনিয়ন পরিষদে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জিআর খাদ্যশস্য ও চাল বিতরণ করা হয়।
এই বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৬ বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল কফি। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চালুয়াবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শওকত আলী। ইউপি সদস্য আব্দুল হান্নান এর সঞ্চালনায় বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।