
পাবনায় হেযবুত তওহীদের স্থানীয় কার্যালয়ে হামলা ও সুজন হত্যার বিচারে দাবিতে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে জেলা হেযবুত তওহীদ।
আজ বুধবার সকাল ১১ টায় শিবগঞ্জ থানা সংলগ্ন বঙ্গবন্ধু গোল চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বগুড়া জেলা হেযবুত তওহীদের সভাপতি হাকীম ছামিউল ইসলাম রনির সভাপতিত্বে সমাবেশে মূল বক্তব্য উপস্থাপন করেন হেযবুত তওহীদের রাজশাহী অঞ্চলের আমির আশেক মাহমুদ ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের জয়পুরহাট জেলা সভাপতি মো. মাসুদ রানা চৌধুরী, বগুড়া জেলার সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, বগুড়া জেলার হেযবুত তওহীদের সাধারণ-সম্পাদক মোঃ রায়হানুল ইসলাম, গাবতলী উপজেলা সভাপতি শরিফুল আলম টিপু, মো হারুনূর রশিদ সরদার, খাজা আহম্মেদ রতন, নারী নেত্রী ফাতেমা আক্তার, মো. শাজাহান মন্ডল, মো. বেলাল হোসেন, মোহাম্মদ আলী, মো. মোকলেছার রহমান প্রমুখ ।
এসময় বক্তারা যারা এ হামলা চালিয়েছে এবং যারা পেছন থেকে হামলার ইন্ধন যুগিয়েছে তাদের রাজনৈতিক পরিচয় ও ধর্মীয় সামাজিক পরিচয় যাই হোক না কেন তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।