Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / বগুড়ার ধুনটে হয়ে গেল শত বছরের ‘বকচর’ মাছের মেলা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বগুড়ার ধুনটে হয়ে গেল শত বছরের ‘বকচর’ মাছের মেলা

February 05, 2025 07:38:22 PM   অনলাইন ডেস্ক
বগুড়ার ধুনটে হয়ে গেল শত বছরের ‘বকচর’ মাছের মেলা

বগুড়ার ধুনটে শত বছরের ‘বকচর’ মাছের মেলা অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, প্রতিবছর মাঘ মাসের তৃতীয় সপ্তাহে এই মেলা বসে। এবারও তার ব্যতিক্রম হয়নি। ৫ ফেব্রুয়ারি বুধবার উপজেলার হেউটনগর-কোদলাপাড়া এলাকায় এ মেলার আয়োজন করা হয়।

এই মেলার প্রধান আকর্ষণ মাছ। তবে অন্যান্য সামগ্রী কিনতেও দূরদূরান্ত থেকে মানুষ আসেন। হাজারো মানুষের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে ঐতিহ্যবাহী ‘বকচর’ মেলা। দিনব্যাপী মেলা হলেও এর রেশ থাকে সপ্তাহজুড়ে। মেলা উপলক্ষে জামাতা ও স্বজনদের আগেভাগেই দাওয়াত দেওয়া হয়।

মেলায় গিয়ে দেখা যায়, সকাল থেকেই মানুষের ভিড়। বেশিরভাগ জায়গায় মাছ ব্যবসায়ীদের দখল। আড়তদার ও খুচরা ব্যবসায়ীরাও রয়েছেন। এ ছাড়া নানা গ্রামের ব্যবসায়ীরা মাছ, মিষ্টান্ন, খেলনা, চুড়ি, ফিতা, আলতা থেকে শুরু করে গৃহস্থালির নানা জিনিসপত্রের পসরা সাজিয়ে বসেছেন।

গ্রামবাংলার প্রতিটি মেলাই বাঙালির হাজার বছরের ঐতিহ্যের অংশ। বকচর মেলার সঙ্গেও সেই ঐতিহ্য জড়িয়ে আছে। এবার মেলায় এক বিশাল বোয়াল মাছ দর্শনার্থীদের আকৃষ্ট করেছে। ১৩ কেজি ওজনের বোয়ালটির দাম হাঁকা হয়েছে ২৮ হাজার ৬০০ টাকা। প্রতি কেজির দর বলা হয়েছে ১৯ হাজার ৫০০ টাকা।

বকচর মেলার আয়োজক কমিটির সদস্য আবু সাঈদ জানান, মেলাটি প্রায় দেড় শ বছরের পুরনো। এটি মূলত জামাই মেলা হিসেবে পরিচিত। মেলার ঐতিহ্য মাছ, মিষ্টি ও অন্যান্য সামগ্রী। প্রতি বছর এর প্রসারতা বাড়ছে। মাছ ও মিষ্টির ব্যাপক বেচাকেনা হয়। মেলার পরিবেশ সুন্দর রাখার চেষ্টা করা হচ্ছে। এ বছর প্রায় পাঁচ শতাধিক দোকান বসেছে, আর আশপাশের প্রায় ২০ গ্রামে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে।