Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / বগুড়ার সোনাতলায় আউশের বাম্পার ফলন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বগুড়ার সোনাতলায় আউশের বাম্পার ফলন

October 02, 2024 07:19:27 PM   জেলা প্রতিনিধি
বগুড়ার সোনাতলায় আউশের বাম্পার ফলন

বগুড়ার সোনাতলায় এ বছর আউশ ধানের বাম্পার ফলন হয়েছে। কৃষকরা জানাচ্ছেন, প্রতি বিঘায় ১৫-১৮ মন ধান উৎপাদিত হচ্ছে, যা বাজারে কাঁচা অবস্থায় প্রতি মণ ১,০৫০ টাকায় বিক্রি হচ্ছে।

উপজেলার কৃষি বিভাগ জানিয়েছে, আউশ ধান আবাদে লক্ষ্যমাত্রা ছিল ১,১২০ হেক্টর জমি, তবে তা ছাড়িয়ে ১,১৩০ হেক্টর জমিতে আবাদ হয়েছে।

তবে বেশ কয়েকজন কৃষক অভিযোগ করেছেন, সরকারি প্রণোদনা না পাওয়ার বিষয়ে। এই বিষয়ে জানতে চাইলে সোনাতলা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সোহরাব হোসেন জানান, সোনাতলায় মোট ৫৬,০০০ কৃষকের মধ্যে মাত্র ৬৯০ জন সরকারি প্রণোদনা পেয়েছেন। এ কারণে কিছু কৃষক প্রণোদনা না পাওয়ার অভিযোগ করতে পারেন। তবে উপযুক্ত কৃষক যেন বঞ্চিত না হন, সেজন্য যথাযথ পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।