
রায়হানুল ইসলাম, বগুড়া:
বগুড়ায় আদালত চত্বরে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে মারধর করে কান ধরে উঠ-বস করানোর অভিযোগ উঠেছে। অভিযোগের তীর বিএনপির কিছু নেতার দিকে।
রবিবার (৮ সেপ্টেম্বর) বেলা সোয়া ১২টার দিকে বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এই ঘটনা ঘটে।
জানা যায়, হিরো আলম ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে প্রচারণার সময় এবং ২০২৩ সালের ১ ফেব্রুয়ারির উপ-নির্বাচনে কারচুপির অভিযোগে মামলা করতে আদালতে গিয়েছিলেন। মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, বগুড়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য রেজাউল করিম তানসেন, এবং সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ মোট ৩৯ জনকে আসামি করা হয়।
হিরো আলমের অভিযোগ, মামলার বিষয়ে আদালতে যাওয়ার সময় বিএনপির কিছু নেতা তাকে মারধর করে এবং জোর করে কান ধরে উঠ-বস করায়।