
সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
আমাদের মনে রাখতে হবে বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না। আমি সরকারের কাছে জোড় দাবি জানাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সদস্যদের হত্যকারীদের বিদেশ থেকে দেশে এনে ফাঁসির রায় কার্যকর করতে হবে। জাতীয় শোক দিবসের আলোচনা সভায় ফরিদপুরের সালথায় এসব কথা বলেন, ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য, কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল বানিয়েছেন। শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমার মা সৈয়দা সাজেদা চৌধুরীর মতই আমি আপনার জন্য আজীবন কাজ করে যাব।
উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের আয়োজনে মঙ্গলবার (১৫ই আগষ্ট) বিকালে সালথা মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপর দোয়া মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠিত হয়। এর আগে সকালে সালথা উপজেলা চত্তরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান উপজেলা আওয়ামী লীগ।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন মিয়ার সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বার, প্রবীন আওয়ামীলীগ নেতা ইমামুল হোসেন তারা মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক-উজ্জামান ফকির মিয়া, সাংগঠণিক সম্পাদক খন্দকার রেজাউর রহমান চয়ন, চৌধুরী সাব্বির আলী, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু মোল্যা প্রমূখ। এছাড়াও আওয়ামীলীগ ও বিভিন্ন সহোযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।