Date: May 10, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / বঙ্গবন্ধু সেনা প‌রিষদ বৃহত্তর ফ‌রিদপুর জেলা স‌ম্মেলন প্রস্তু‌তি সভা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বঙ্গবন্ধু সেনা প‌রিষদ বৃহত্তর ফ‌রিদপুর জেলা স‌ম্মেলন প্রস্তু‌তি সভা

September 16, 2023 09:50:04 PM   উপজেলা প্রতিনিধি
বঙ্গবন্ধু সেনা প‌রিষদ বৃহত্তর ফ‌রিদপুর জেলা স‌ম্মেলন প্রস্তু‌তি সভা

সালথা (ফ‌রিদপুর) প্রতি‌নি‌ধি:
ফ‌রিদপু‌রের সালথায় বঙ্গবন্ধু সেনা প‌রিষদ বৃহত্তর ফ‌রিদপুর জেলা (ফ‌রিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শ‌রিয়তপুর ও রাজবা‌ড়ী) শাখার স‌ম্মেলন প্রস্তু‌তি সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। বঙ্গবন্ধু সেনা প‌রিষদ বৃহত্তর ফ‌রিদপুর জেলা শাখার আ‌য়োজ‌নে শ‌নিবার (১৬ সে‌প্টেম্বর) দুপু‌রে উপ‌জেলার বল্লভদী ইউ‌নিয়‌নের বঙ্গবন্ধু সেনা প‌রিষদ কেন্দ্রীয় ক‌মি‌টির সভাপ‌তি মেজর ( অবঃ) আতমা হালিম এর নিজ বা‌ড়ি‌তে এই স‌ম্মেলন প্রস্তু‌তি সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

বঙ্গবন্ধু সেনা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি, ফরিদপুর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ফ‌রিদপুর ২ আস‌নের আওয়ামীলী‌গের ম‌নোনয়ন প্রত‌্যাসী মেজর ( অবঃ) আতমা হালিম (দুলু) এর সভাপ‌তি‌ত্বে স‌ম্মেলন প্রস্তু‌তি সভায় প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন, বঙ্গবন্ধু সেনা পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ -সভাপতি য‌শোর-২ আস‌নের সংসদ সদস‌্য ‌মেজর জেনা‌রেল (অবঃ) ডাঃ না‌ছির উ‌দ্দিন।

এসময় আরও উপ‌স্থিত ছি‌লেন, গ্রুপ ক্যাপ্টেন (অবঃ) বঙ্গবন্ধু সেনা পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডাঃ এসএম ইদ্রিস (পিএসসি), সালথা উপ‌জেলা প‌রিষ‌দের সা‌বেক চেয়া‌ম্যোন মোঃ ওয়া‌হিদুজ্জামান, আওয়ামীলীগ নেতা হাজী শফিকুর রহমান মিলনসহ বঙ্গবন্ধু সেনা পরিষদের শত শত নেতা কর্মী। অনুষ্ঠান‌টি সঞ্চালনায় ছি‌লেন মেজর (অবঃ) দেলোয়ার এইচ খান ও সার্জেন্ট (অবঃ) মনিরুজ্জামান।

প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে য‌শোর-২ আস‌নের সংসদ সদস‌্য ‌মেজর জেনা‌রেল (অবঃ) ডাঃ না‌ছির উ‌দ্দিন ব‌লেন, সাম‌নে আমা‌দের স‌ম্মেলন, এই সম্মেলনে আমরা যারা বঙ্গবন্ধুর সৈনিক আছি আমরা যারা বঙ্গবন্ধুকে লালন করি, পালন করি, তার আদর্শ ধারন করি আমরাই একত্রে মিলে আমরা বঙ্গবন্ধু সেনা পরিষদ সারাদেশে ছড়িয়ে দিব। আওয়ামী লীগের বিরুদ্ধে সব সময় ষড়যন্ত্র চলে আসছে, ১৫ ই আগস্ট থেকে শুরু করে ২১ শে আগস্ট গ্রেনেড হামলা ও মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে আন্দোলন করেছে। এই গুলো আমাদের মোকাবেলা করতে হলে এখনই আমাদের সংগঠন শক্তিশালী করতে হবে। বঙ্গবন্ধু কন‌্যা যে দিক নি‌র্দেশনা দি‌য়ে‌ছেন সেভা‌বেই আমা‌দের কাজ কর‌তে হ‌বে।

সম্মেলন প্রস্তুতি সভা উপলক্ষে বৃহত্তর ফরিদপুর জেলা যথা ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর ও রাজবাড়ী জেলার নেতৃবৃন্দেরকে নিয়ে আগামী সম্মেলন অনুষ্ঠিত হবে। সেই সম্মেলন নিয়েই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। স‌ম্মেলন প্রস্তু‌তি সভায় আগত সেনা ও অন‌্যান‌্য বা‌হিনীর সদস‌্যরা আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচ‌নে বঙ্গবন্ধু সেনা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি, ফরিদপুর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ফ‌রিদপুর-২ আস‌নের আওয়ামীলী‌গের ম‌নোনয়ন প্রত‌্যাসী মেজর ( অবঃ) আতমা হালিম (দুলু) কে আওয়ামী লী‌গের নৌকা প্রতি‌কের এম‌পি হি‌সে‌বে দেখ‌ার দা‌বি জানান।