Date: May 07, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / বজ্রপাতে দ্বিখণ্ডিত মেহগনিগাছ, অল্পের জন্য রক্ষা পেলেন শিক্ষার্থীরা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বজ্রপাতে দ্বিখণ্ডিত মেহগনিগাছ, অল্পের জন্য রক্ষা পেলেন শিক্ষার্থীরা

May 06, 2025 09:11:06 PM   অনলাইন ডেস্ক
বজ্রপাতে দ্বিখণ্ডিত মেহগনিগাছ, অল্পের জন্য রক্ষা পেলেন শিক্ষার্থীরা

পাবনা সরকারি এডওয়ার্ড কলেজে বজ্রপাতে একটি মেহগনিগাছ লম্বালম্বিভাবে দ্বিখণ্ডিত হয়ে পড়েছে। মঙ্গলবার (৬ মে ২০২৫) সকালে কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সামনের অংশে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে হঠাৎ বজ্রপাতের বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। মুহূর্তেই গাছটি উপরের দিক থেকে চিড়ে দু’ভাগে ভেঙে পড়ে। গাছের আশপাশে কয়েকজন শিক্ষার্থী অবস্থান করলেও কেউ আহত হননি। তবে ঘটনায় শিক্ষার্থী ও শিক্ষকরা আতঙ্কিত হয়ে পড়েন।