
সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় বাংলাদেশ খেলাফত আন্দোলন ফরিদপুর জেলা শাখার আয়োজনে শুক্রবার (১৫ নভেম্বর) গট্টি ইউনিয়নের রঘুয়ারকান্দি মিয়া বাড়িতে ইসলামী শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী। সভাপতিত্ব করেন কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট মাওলানা জয়নুল আবেদীন বকুল মিয়া।
তিনি আরও বলেন, “মুহাম্মদুল্লাহ হাফেজ্জী হুজুরকে একবার প্রশ্ন করা হয়েছিল যে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে তিনি কী করবেন। উত্তরে তিনি বলেছিলেন, ‘আমি ৬৮ হাজার গ্রামে ৬৮ হাজার কোরআনের মক্তব প্রতিষ্ঠা করব।’ আমরা সেই হাফেজ্জী হুজুরের দল, বাংলাদেশ খেলাফত আন্দোলনে কাজ করছি। ইসলামী খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। বটগাছ প্রতীক আমাদের পরিচয়। আপনারা একবার তওবা করে বটগাছ প্রতীককে দেশ পরিচালনার সুযোগ দিন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন।”
অনুষ্ঠানে উপস্থিত মুসল্লি ও অতিথিরা ইসলামী শাসন প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার বিষয়ে ঐক্যবদ্ধ অবস্থান নেয়ার আহ্বান জানান। সভা শেষে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।