
কাঠালিয়া সংবাদদাতা:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা সদরের পঞ্চায়েত বাড়ির বাসিন্দা ও বরগুনা জেলার বেতাগী গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক মো. রুহুল আলম স্বপন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার দুপুরে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার বড় ভাই সরকারি কাঠালিয়া তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. খায়রুল আলম খোকন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিবার সূত্রে জানা গেছে, রুহুল আলম স্বপন গত কয়েক মাস ধরে কিডনি ও হৃদরোগসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি এক ভাই, দুই ছেলে ও স্ত্রীসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় নিজ বাড়িতে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।