Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / বিধি লঙ্ঘন করে প্রচারণায় মরিয়া গাসিক কাউন্সিলর প্রার্থীরা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বিধি লঙ্ঘন করে প্রচারণায় মরিয়া গাসিক কাউন্সিলর প্রার্থীরা

May 05, 2023 04:46:25 PM   জেলা প্রতিনিধি
বিধি লঙ্ঘন করে প্রচারণায় মরিয়া গাসিক কাউন্সিলর প্রার্থীরা

আশিকুর রহমান:
আগামী ২৫মে অনুষ্ঠিত হতে যাচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের তৃতীয় ধাপের নির্বাচন। ইতিমধ্যেই যাচাই-বাচাই শেষে আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে বৈধ প্রার্থীদের নাম প্রকাশ করেছে গাজীপুর নির্বাচন কমিশন। ৯ মে স্বতন্ত্র মেয়র এবং কাউন্সিলর প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। নির্ধারিত সময়ের আগে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের কোন প্রকার প্রচার-প্রচারণার নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তা মানছেন না কাউন্সিলর প্রার্থীরা।

জানা গেছে, আসন্ন পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী ও সমর্থকরা যেন নির্ধারিত সময়ের আগে প্রচার না চালাতে পারেন সে ব্যবস্থা নিতে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

গাজীপুরের বেশ কয়েকটি ওয়ার্ড ঘুরে দেখা যায়, প্রার্থীরা সন্ধ্যা হলেই হাতে লিফলেট নিয়ে নিজ ওয়ার্ডে দলবল বেঁধে ভোটারদের কাছে ছুটে চলে যায়। সন্ধ্যা থেকে মধ্য রাত পর্যন্ত চলে এ ভোট প্রার্থনার কার্যক্রম। আবার অনেকে দিনে বেলায় চালাচ্ছে প্রচারণা। সিটি কর্পোরেশনের ১২, ১৬, ১, ৯, ১৫, ৮ নং গুলো উল্লেখযোগ্য। এসব এলাকার বিভিন্ন স্থানে স্থাপিত সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণে প্রার্থীদের হ্যান্ডবিল ও দলবেঁধে প্রচারণার দৃশ্য ভেসে উঠেছে।

স্থানীয়রা জানান, অনেক প্রার্থীরা পোস্টার সাঁটিয়েও চালাচ্ছেন প্রচারণা, যা সম্পূর্ণ নির্বাচন আচরণ বিধি বহির্ভূত। ইতিপূর্বে, নিজস্ব উদ্যোগে ও নিজ খরচে পদপ্রার্থীদের লাগানো পোস্টার, বিলবোর্ড, লিফলেট ও স্টিকার অপসারণের জন্যও অনুরোধ জানানো হয় গাজীপুর নির্বাচন কমিশন থেকে। কিছু সংখ্যক পদপ্রার্থীরা এ অনুরোধ বাস্তবায়ন করলেও অধিকাংশরাই দেখিয়েছেন বৃদ্ধাঙ্গুলী। পরে গত ১৫ এপ্রিল নির্বাচন কমিশন দিনব্যাপী কার্যক্রম চালিয়ে  পোস্টার, বিলবোর্ড ও স্টিকার অপসারণ করে।

এ বিষয়ে গাজীপুর রিটার্নিং কর্মকর্তা মোঃ ফরিদুল ইসলাম বলেন, প্রার্থীদের প্রচার-প্রচারণার বিষয়ে খোঁজখবর নিয়ে দেখা হবে।