Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / বন্ধের পর স্বাভাবিক বাংলাবান্ধা স্থলবন্দর ও ইমিগ্রেসন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বন্ধের পর স্বাভাবিক বাংলাবান্ধা স্থলবন্দর ও ইমিগ্রেসন

April 20, 2024 08:25:20 PM   অনলাইন ডেস্ক
বন্ধের পর স্বাভাবিক বাংলাবান্ধা স্থলবন্দর ও ইমিগ্রেসন

পঞ্চগড় প্রতিনিধি:
গতকাল ১৯ এপ্রিল অনুষ্টিত ভারতের লোকসভা আসনের নির্বাচনের কারণে টানা তিনদিন পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরের সীমান্ত এলাকা দিয়ে সকল প্রকার আমদানি-রফতানি কার্যক্রমসহ ইমিগ্রেসনে যাত্রী পারাপার বন্ধ থাকার পর পুনরায় কার্যক্রম স্বাভাবিক হয়েছে।

শনিবার সকাল থেকেই উভয় দেশের পাসপোর্টধারী যাত্রী ও বিভিন্ন পণ্য বহনকারী গাড়ি উভয় দেশে প্রবেশ করেছে। দুপুরে পৃথক ভাবে বাংলাবান্ধা স্থলবন্দর ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ ও পঞ্চগড় পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে ভারতের লোকসভা নির্বাচনের কারণে গত বুধবার থেকে শুক্রবার (১৭ থেকে ১৯ এপ্রিল) পর্যন্ত টানা তিন দিন পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ইমিগ্রেসনের মাধ্যমে যাত্রীপারাপার কার্যক্রম বন্ধ ঘোষণা করে ভারতের জলপায়গুড়ি জেলা ম্যাজিস্ট্রেট শামা পারভিন।