Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / বন্যার্তদের পাশে ময়মনসিংহ জেলা যুবলীগের রুমেল - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বন্যার্তদের পাশে ময়মনসিংহ জেলা যুবলীগের রুমেল

June 23, 2022 05:38:59 AM  
বন্যার্তদের পাশে ময়মনসিংহ জেলা যুবলীগের রুমেল

মফিজ উদ্দিন, ময়মনসিংহ:
ময়মনসিংহ জেলা আওয়ামী যুবলীগ লীগের আহবায়ক এ্যাডভোকেট আজহারুল ইসলামের নির্দেশনায় ময়মনসিংহ জেলা আওয়ামী যুবলীগ লীগের সদস্য আসাদুজ্জামান রুমেল বন্যার্তদের সহযোগিতা করার জন্য তাদের মাঝে শুকনো খাবার বিতরনের উদ্যোগ গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় বুধবার দিন ব্যাপী চিড়া, মুড়ি, খেজুরের গুড়, খাবার স্যালাইন, লবণ, বিস্কুট ও পাউরুটি দিয়ে প্যাকেট প্রস্তুত করেন। আগামী শুক্রবার সকালে নেত্রকোনা জেলায় বন্যার্তদের মাঝে বিতরণ করা হবে।

যুবলীগ আহবায়ক এ্যাডভোকেট আজহারুল ইসলাম বলেন, ৭শ’ লোকের মধ্যে এ শুকনো খাবার এর প্যাকেট বিতরন করা হবে। বাংলাদেশ আওয়ামী যুবলীগ লীগ সবসময়ই দেশের ক্রান্তিলগ্নে অসহায় মানুষের পার্শ্বে থেকে তাদের সাহায্যে ও সহযোগিতা করে আসছে।

রুমেলকে ধন্যবাদ জানিয়ে তিনি আরোও বলেন, ময়মনসিংহ জেলা আওয়ামী যুবলীগ লীগের সদস্য আসাদুজ্জামান রুমেল সবসময়ই সহযোগিতা করে আসছে। এবারও রুমেল বন্যার্ত মানুষের জন্য শুকনো খাবার এর প্যাকেট প্রস্তুত করছে যা আগামী শুক্রবার সকালে নেত্রকোনা জেলায় বিতরণ করা হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন, ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক সাগর চৌধুরী, মহানগর ছাত্রলীগের সদস্য মেহেদী হাসান শিপন, তাওহিদুজ্জামান শান্ত, রোকন, সেলিম, মো. হানিফসহ আওয়ামী লীগের সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।