Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / বিমানবন্দরে আটক গাজীপুরের আ.লীগ নেতা কাজী আলিম উদ্দিন বুদ্দিন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বিমানবন্দরে আটক গাজীপুরের আ.লীগ নেতা কাজী আলিম উদ্দিন বুদ্দিন

September 15, 2024 06:29:05 PM   জেলা প্রতিনিধি
বিমানবন্দরে আটক গাজীপুরের আ.লীগ নেতা কাজী আলিম উদ্দিন বুদ্দিন

গাজীপুর সংবাদদাতা:
গাজীপুরে হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা কাজী আলিম উদ্দিন বুদ্দিনকে আটক করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ। আটকের বিষয়টি বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ নিশ্চিত করেছে। রবিবার সকালে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে, দুপুরে গাজীপুর মহানগর পুলিশের কাছে হস্তান্তর করে।

গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানায় কাজী আলিম উদ্দিন বুদ্দিনের নামে একটি হত্যা মামলা রয়েছে। তিনি গাজীপুর মহানগর আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য ছিলেন। গত সংসদ নির্বাচনে তিনি গাজীপুর-২ আসন থেকে এমপি পদে নির্বাচন করে নৌকা প্রতীকের প্রার্থী জাহিদ আহসান রাসেলের কাছে পরাজিত হয়েছিলেন।

গাজীপুর মেট্রোপলিটনের পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, বিমানবন্দর থেকে পৌনে তিনটায় কাজী আলিম উদ্দিন বুদ্দিনকে নিয়ে এসে আদালতে পাঠানো হয়েছে। তার নামে বাসন থানায় একটি হত্যা মামলা রয়েছে।