
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
"অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন" প্রতিপাদ্যে দিনাজপুরের বিরামপুরে ৮ মার্চ, শনিবার উদযাপন হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে শনিবার বিকেল ৩ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোশাররত জাহান, যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুনা লাইলা, বিরামপুর প্রেসক্লাবের আহবায়ক শাহ্ আলম মন্ডল প্রমূখ।