Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / বিরামপুরে ছিনতাইয়ের উদ্দেশ্যে ওত পেতে থাকা ভুয়া সেনাসদস্য গ্রেফতার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বিরামপুরে ছিনতাইয়ের উদ্দেশ্যে ওত পেতে থাকা ভুয়া সেনাসদস্য গ্রেফতার

April 23, 2025 08:08:51 PM   অনলাইন ডেস্ক
বিরামপুরে ছিনতাইয়ের উদ্দেশ্যে ওত পেতে থাকা ভুয়া সেনাসদস্য গ্রেফতার

দিনাজপুর জেলার বিরামপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের শান্তির মোড় এলাকায় ছিনতাইয়ের উদ্দেশ্যে ওত পেতে থাকা এক ব্যক্তিকে সেনাবাহিনীর ভুয়া পরিচয়পত্র ও ওয়াকিটকি সেটসহ গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে বিরামপুর থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাই চক্রের আরও ৩-৪ জন সদস্য পালিয়ে গেলেও একজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।

গ্রেফতারের সময় তার দেহ তল্লাশি করে একটি সেনাবাহিনীর পরিচয়পত্র (আইডি কার্ড) ও একটি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেছে, সে সেনাবাহিনীর সদস্য নয় এবং ভুয়া পরিচয়ে ছিনতাইয়ের উদ্দেশ্যে অবস্থান করছিল।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তি ও তার সহযোগীরা সেনাবাহিনীর নাম ভাঙিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে প্রতারণার মাধ্যমে ছিনতাইয়ের পরিকল্পনা করছিল।

এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে নিশ্চিত করেছেন বিরামপুর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।