Date: May 07, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / বিরামপুরে সনাতন ধর্মাবলম্বী অধ‍্যুষিত এলাকা ও মন্দির পরিদর্শন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বিরামপুরে সনাতন ধর্মাবলম্বী অধ‍্যুষিত এলাকা ও মন্দির পরিদর্শন

November 27, 2024 06:07:33 PM   উপজেলা প্রতিনিধি
বিরামপুরে সনাতন ধর্মাবলম্বী অধ‍্যুষিত এলাকা ও মন্দির পরিদর্শন

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুরে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, এবং পুলিশের উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের অধ‍্যুষিত এলাকা ও মন্দির পরিদর্শন করা হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) এ কার্যক্রম পরিচালিত হয়।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ প্রশাসক নুজহাত তাসনীম আওন, সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্ণেল মশিহ্ উদ্দিন আহমেদ, থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক, বিরামপুর প্রেসক্লাবের আহ্বায়ক শাহ্ আলম মন্ডল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শান্ত কুমার কুন্ডু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় প্রতিনিধি বাদশাহ মোহাম্মদ নাজ্জাসী ও তন্ময় হোসেন।

উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন বলেন, "বিরামপুরে সকল ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে উপজেলা প্রশাসন সর্বদা কাজ করে যাচ্ছে।"

লেফটেন্যান্ট কর্ণেল মশিহ্ উদ্দিন আহমেদ জানান, "দেশ ও মানুষের সেবায় সেনাবাহিনী সবসময় আস্থার সঙ্গে কাজ করে এবং যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে।"

থানার অফিসার ইনচার্জ মমতাজুল হক বলেন, "বিরামপুরে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং যেকোনো পরিস্থিতি মোকাবেলায় পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে।" এই উদ্যোগে স্থানীয় জনগণের মাঝে আশ্বাস ও শান্তিপূর্ণ সহাবস্থানের বার্তা পৌঁছেছে।