Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / বরিশালে আওয়ামী লীগ নেতা ও শিল্পপতি সাইদুর রহমান রিন্টু গ্রেপ্তার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বরিশালে আওয়ামী লীগ নেতা ও শিল্পপতি সাইদুর রহমান রিন্টু গ্রেপ্তার

December 30, 2024 05:23:44 PM   উপজেলা প্রতিনিধি
বরিশালে আওয়ামী লীগ নেতা ও শিল্পপতি সাইদুর রহমান রিন্টু গ্রেপ্তার

রাজধানীর খিলগাঁও তিলপাপাড়া এলাকার একটি বাসা থেকে বরিশাল সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি সাইদুর রহমান রিন্টুকে গ্রেপ্তার করেছে খিলগাঁও থানা পুলিশ। রিন্টু বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত।

রোববার (২৯ ডিসেম্বর) দিবাগত রাতে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সাইদুর রহমান রিন্টুকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র ঘনিষ্ঠ ছিলেন রিন্টু। বরিশাল সদর উপজেলার চেয়ারম্যান থাকাকালীন তার বিরুদ্ধে কোটি কোটি টাকা লোপাটের অভিযোগ ওঠে।

লঞ্চ ব্যবসার দিকেও রিন্টুর প্রভাব ছিল। তিনি সাবেক জনপ্রিয় মেয়র শওকত হোসেন হিরনের সুন্দরবন নেভিগেশন গ্রুপের অংশীদারিত্ব দখল করে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে।

একসময় ইলেকট্রনিক পণ্য বিক্রেতা থেকে কোটিপতি বনে যাওয়া রিন্টুর বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তিনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর প্রভাব খাটিয়ে মানুষের ওপর জুলুম ও নির্যাতন চালিয়েছেন।

বরিশাল পুলিশের উন্নয়নমূলক কাজেও রিন্টুর প্রভাব ছিল বলে অভিযোগ রয়েছে। ভবন নির্মাণ থেকে শুরু করে অন্যান্য প্রকল্পে ভাগ পেয়ে যেতেন তিনি। এমনকি বদলির বাণিজ্যেও তার নাম জড়িত বলে জানা গেছে। বরিশাল পুলিশের কাগজপত্রে টেন্ডার দেখিয়ে কাজ তার ভাইদের নামে ভাগিয়ে নিতেন।

সাইদুর রহমান রিন্টুর নিজের এবং তার ভাইদের নামে বিপুল পরিমাণ সম্পত্তি রয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) বরিশাল জেলা কার্যালয় ইতোমধ্যে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করার আশ্বাস দিয়েছে।